chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২১ এর প্রথম কবিতা প্রকাশিত হয় বায়ান্নের চট্টগ্রাম থেকে

যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে
তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি।
যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য
ফাঁসি দাবি করছি।’

কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতার। যে কবিতাটি লেখা হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণে হত্যার প্রতিবাদে। সেদিনেই দীর্ঘ এই কবিতাটি লিখেছিলেন চট্টগ্রামের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কবি মাহবুব উল আলম চৌধুরী। এটিই ছিল একুশ নিয়ে লেখা প্রথম কবিতা।

২১ ফেব্রুয়ারির কয়েকদিন আগে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন মাহবুব-উল-আলম চৌধুরী। ২১ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় ছাত্রদের মিছিলে গুলিবর্ষণের খবর জানতে পারেন তিনি। এরপর অসুস্থ অবস্থাতেই শ্রুতিলিখনের সাহায্য নিয়ে তিনি লিখলেন দীর্ঘ এই কবিতা। ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের আন্দরকিল্লা কোহিনুর প্রেস থেকে প্রকাশিত ১৭ পৃষ্ঠার একটি ছোট্ট বইতে ছাপা হয় কবিতাটি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই কবিতার পাণ্ডুলিপি লুকিয়ে ফেলেছিলেন প্রেসকর্মীরা। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানের বিশাল প্রতিবাদ সমাবেশের জনসমুদ্রের সামনে কবিতাটি পাঠ করেন চৌধুরী হারুনুর রশিদ।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর