chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হিলমুন সুইটসকে জরিমানা

রাঙামাটি জেলা শহরের হিলমুন সুইটস-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার হিলমুন সুইটস্ এর বেকারিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম’র নেতৃত্বে এ অভিযান চালনো হয়। এ সময় তিনি ময়লা, দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ ও বিপণন করার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙামাটি পৌরসভার স্যানিটারি ইইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ।

রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সব সময় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। আজ শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করায় এই প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রীগুলো বিনিষ্ট করা হয়।

জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর