chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রামুতে পিকআপের চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু

কক্সবাজার জেলার রামু উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসা পিকআপ চাপা দেওয়ায় ইমারী রাখাইন (৪৯) নামে এক শিক্ষিকা নিহত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৭ টায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিসেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমারী রাখাইন একই গ্রামের থোয়ে চা অং এর মেয়ে। তার স্বামীর নাম উলা রাখাইন। ইমারী রাখাইন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তিনি ১ ছেলে, ১ মেয়ের জননী। বড় সন্তান (ছেলে) কক্সবাজার সিটি কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, ইমারী রাখাইন সড়কের বাইরে নিজেদের বাগানে কাজ করছিলেন। গাড়িটি বেপরোয়া গতিতে এসে সড়কের অন্যপাশে গিয়ে তাকে (ইমারী) চাপা দিয়েছে। এটা দূর্ঘটনা নয়, যেন পরিকল্পিত হত্যাকান্ড। দূর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দূর্ঘটনাটি ঘটে রামু থানার মাত্র ৩০০ মিটার দূরত্বে। অথচ দূর্ঘটনার বিষয়টি অবহিত করার পরও পুলিশ ঘটনাস্থলে আসে আড়াই ঘন্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মর্মান্তিক দূর্ঘটনায় শিক্ষিকা ইমারী রাখাইনের মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার-পরিজন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসী ঘাতক চালককে আটকসহ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর