chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ার এমপির বিরুদ্ধে ইউএনও মামলা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নব নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রেক্ষিতে মামলা হয়েছে।

আজ রোববার (২২ জানুয়ারি)  নির্বাচন কমিশনের নির্দেশে পটিয়া উপজেলা নির্বাচনি কর্মকর্তা আরিফুল ইসলাম পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।

দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন অনুসন্ধান কমিটির সুপারিশে, নির্বাচন কমিশনের নির্দেশে মামলাটি করা হয়েছে বলে জানান আরিফুল ইসলাম।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী।

নির্বাচনি প্রচারের সময় গত বছরের ২৮ ডিসেম্বর প্রকাশ্যে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ওঠে মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে, যা আচরণ বিধিমালার পরিপন্থি।

এছাড়া কুসুমপুরা ইউনিয়নের সদস্য খোরশেদ আলম নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী শামসুল হক চৌধুরীর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আর সাইফুল ইসলাম গত ১৮ ডিসেম্বর ফেইসবুক লাইভে এসে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

এদিকে একইসঙ্গে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম এবং স্থানীয় যুবলীগ কর্মী সাইফুল ইসলাম ওরফে বালু সাইফুলের বিরুদ্ধে আরো দুটি মামলা করেছেন পটিয়া।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর