chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০ বছর ধরে ঘরের পাশে পড়েছিল মর্টার শেল

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে পাগলির বিল এলাকায় ঘরের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে।

সোমবার (২২জানুয়ারি) সকাল ৮টার দিকে হলদিয়া পালং ইউনিয়নে পাগলির বিল এলাকায় মেহের আলীর বাড়িতে এই অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।

মেহের আলীর ছেলে রাইহান বলেন, ২০ বছর আগে আমাদের ঘরের পাশে মাটি কাটার সময় বোতলের মতো একটি বস্তু পাওয়া যায়। এটি লোহা মনে করে আব্বা বাড়ির পাশে রেখে দিয়েছিল। আমরাও এটা লোহা মনে করে খেলাধুলা করতাম। তবে এটি যে মর্টার শেল সেটি জানতে পারেনি।

রাইহান আরও বলেন, আজ আমি ঘর থেকে বের হাওয়ার সময় এটি চোখে পড়ে। আমার মনে কৌতূহল জাগলে এটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে সবাই এটিকে মর্টার শেল ও বিস্ফোরক পদার্থ বলে। পরে এটি ঘর থেকে একটু দূরে সরিয়ে রাখি।ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, আমরাও শুনেছি। খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।

 

 

 

 

তাসু/চখ

 

 

এই বিভাগের আরও খবর