chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে : বিদেশি পর্যবেক্ষক

ঢাকায় ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন একদল বিদেশি পযবেক্ষক। রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ডেপুটি হেড অব মিশন এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। এখনও কোনো ক্রুটি চোখে পড়েনি।

পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে।

নারী ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নিকোলাস বলেন, নারীরা ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি।

জার্মান সমাজকর্মী ও রাজৈনৈতিক বিশ্লিষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি।
চখ/ফখ

এই বিভাগের আরও খবর