chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো কারবারি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ১ লাখ ইয়াবা ফেলে পালিয়ে যায় পাচারকারিরা। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থল থেকে ৩ কোটি টাকার মূল্যের এসব ইয়াবা জব্দ করে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) এ তথ্য জানান।

অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সাবরাং সীমান্ত এলাকায় দিয়ে মাদকের একটি চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে সেখানে অবস্থান নেয় বিজিবি। এ সময় তিন-চারজন ব্যক্তি নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আচারবুনিয়া এলাকায় লবণের মাঠের দিকে আসার সময় বিজিব তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির অবস্থান বুঝতে পেরে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ইয়াবার মূল্য ৩ কোটি টাকা। চোরাকারবারীদের ধরতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর