chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনামুক্ত হলেন প্রবীর মিত্র

বিনোদন ডেস্কঃ ১৪ দিন করোনার সাথে লড়ে করোনামুক্ত হলেন বাংলা ছায়াছবির প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। গত ২২ জুন তার শরীরে ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ছিলেন হাসপাতালে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিঠুন মিত্র।

তিনি জানান, হাসপাতালে ১৪ দিন চিকিৎসা শেষে করোনামুক্ত হলে বাবাকে সোমবার (৬ জুলাই) বাসায় নিয়ে আসা হয়। তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

উল্লেখ্য, প্রবীর কুমার মিত্রের জন্ম ১৯৪৩ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুন বাজারে। পৈতৃক নিবাস কেরানীগঞ্জের শাক্তায়। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চায় যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে ওই পরিচালকের ‘জলছবি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক হয়।