chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইভিএমের গোডাউন না থাকলে অন্য জেলায় স্থানান্তর

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যেসব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) জন্য গোডাউন ভাড়া করা যায়নি, সেসব জেলার ইভিএম অন্য জেলার গোডাউনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

সভায় সিদ্ধান্ত হয়, যে সব জেলায় গোডাউন ভাড়া করা যায়নি এবং ইভিএম বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে সে সব ইভিএম অন্য জেলায় ভাড়া করা গোডাউনে স্থানান্তর করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান এবং সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এদিন একইসভায় দ্বাদশ সংসদ নির্বাচনে পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর