chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কানাডার ব্রাম্পটনে বিজয় দিবস উদযাপন

কানাডার অন্টারিও প্রদেশের গ্রেটার টরেন্টো এলাকার ব্রাম্প‌টন শহরে মহান বিজয় দিবস উদযাপন করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশি-কানাডিয়ানদের সংগঠন ব্রাম্প‌টন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস (বিবিসিএস) বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস এবং বিবিসিএস সিনিয়রস ক্লাবের বর্ষ সমাপনী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে।

এ অনুষ্ঠানে বিবিসিএসের নেতারাসহ আরও বক্তব্য দেন, সিটি অব ব্রাম্প‌টনের মেয়র পেট্রিক ব্রাউন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কামাল খেরা, এমপি সোনিয়া সিধু এবং এম পি রুবী সোহাতা।

আলোচনায় মেয়র, মন্ত্রী ও এমপিরা কানাডার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডা সবসময় পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

অন্যদিকে বিবিসিএসের নেতারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার সরকার ও জনগণের সমর্থন এবং পশ্চিমা বিশ্বের প্রথম দিকের দেশ হিসেবে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিবিসিএসের উদ্যোগে আগত অতিথি এবং দর্শকদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর