chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসি থেকে সার্টিফায়েড কপি নিয়ে হাইকোর্টে যাবেন ক্ষুব্ধ প্রার্থীরা

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ইসির রায়ে ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন এসব প্রার্থীরা।

তাই আপিল নিষ্পত্তি হওয়া প্রার্থীদের সার্টিফায়েড কপি দিচ্ছে নির্বাচন কমিশন। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই ইসির আইন শাখা থেকে সার্টিফাইড কপি দেওয়া হচ্ছে।

প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিদের দাবি, ইসি তাদের সঙ্গে ন্যায়বিচার করেনি। তাদের সঙ্গে অন্যায় করেছে। তারা এখন হাইকোর্ট যাবেন। হাইকোর্টে ন্যায়বিচার পাবেন এবং প্রার্থিতা ফিরে পাবেন।

এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়। এ প্রার্থীর প্রতিনিধি এসে সার্টিফাইড কপি নিয়েছেন ইসি থেকে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৫ আসনের সাদিক আব্দুল্লাহর মনোনয়ন বাতিল হয়। তার প্রতিনিধি এসেছেন সার্টিফাইড কপি নিতে। এছাড়া বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী ইসিতে এসে সার্টিফাইড কপি নিয়েছেন।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর