chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি ভোটে কারিগরি টিম গঠন ইসির

ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি মেয়রের শূন্য পদে ইভিএমে ভোটগ্রহণ উপলক্ষে ছয় সদস্যর কারিগরি টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ময়মনসিংহ সিটি নির্বাচনে তিন সদস্যর কারিগরি টিম গঠন করা হয়েছে। এই টিমে রয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, একই বিভাগের প্রোগ্রামার সিফাত জাহান ও সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আসাদুজ্জামান।

সেই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে নির্বাচনেও ইসির তিন সদস্যর টিম গঠন করা হয়েছে। এই টিমে রয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান। একই বিভাগের প্রোগ্রামার মো. সেলিম উল আলম ও প্রোগ্রামার মোহাম্মদ সোহাগ।

এই কমিটির কার্যপরিধি ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে এই কমিটি নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিনের এসডি কার্ড, পোলিং কার্ড এবং অডিট কার্ড কাস্টমাইজেশনের জন্য প্রয়োজনীয় সফ্টওয়ার, কন্ট্রোল ইউনিটে ভোটারের ডাটাবেজ এর সঠিকতা যাচাই ও পরীক্ষা-নিরীক্ষা করা। দৈবচয়নের ভিত্তিতে কমপক্ষে ১৭৬ ইভিএম এর কার্যকারিতা পরীক্ষা করা। পরীক্ষা-নিরীক্ষার পর ফরম-১ অনুসারে ইভিএম-এর কার্যকারিতা লিখিতভাবে প্রত্যয়ন করা।

কারিগরি টিম গঠন নিয়ে ইসি জানায়, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে নির্বাচন (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ব্যবহৃত ইভিএমসমুহের কারিগরি দিক পরীক্ষার জন্য সিটি করপোরেশন নির্বাচন () বিধিমালা, ২০১৯ এর বিধি-৬ অনুযায়ী নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে ‘কারিগরি কমিটি’ গঠন করা হলো।

নির্বাচনের কমিশনের তফশিল অনুযায়ী, এই দুই সিটিসহ ২৩০টি স্থানীয় সরকারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। যাচাই বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল করা যাবে ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল শুনানি নিষ্পত্তি হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারি। ১৪ দিন প্রচারণা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর