chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালীতে মূল্য তালিকা না রাখায় ৫ দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় মূল্য তালিকা না রাখার দায়ে পাঁচটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

কোতোয়ালীতে মূল্য তালিকা না রাখায় ৫ দোকানকে জরিমানা

তিনি বলেন, বাকলিয়া,সদরঘাট, ডবলমুরিং,কোতোয়ালী ও হালিশহর থানার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।

‘বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় না রাখায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় কোতায়ালী থানাধীন আনসার স্টোর, ইলিয়াস স্টোর, ইদ্রিস স্টোর, ঘোষ স্টোর ও সোহেল স্টোরকে দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।’

ভ্রাম্যমাণ আদালতকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা  সহায়তায় করেন।

 

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর