chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে নাকচ হয়ে যাওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনার আহ্বান জানিয়েছেন।

শনিবার (০৯ ডিসেম্বর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে মানবাধিকারবিষয়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

এরদোয়ান বলেন, “যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবি কেবল মার্কিন ভেটোর কারণে নাকচ হয়ে গেছে। এটাই কি ন্যায়বিচার? জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে।”

যুক্তরাষ্ট্রের ভেটোর পর জাতিসংঘকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, মার্কিন এমন পদক্ষেপের কারণে পুরো মধ্যপ্রাচ্যে এমন বিস্ফোরণ ঘটবে; যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

ইরানের শীর্ষ কূটনীতিক হোসাইন আমির আব্দুল্লাহিয়ান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে বলেন, “আমেরিকা ইহুদিবাদী শাসকের (ইসরায়েল) অপরাধ এবং যুদ্ধের প্রতি যদি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে যায়। তাহলে এই অঞ্চলের পরিস্থিতিতে এক অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, অবিলম্বে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর