chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গাজায় কোরআনের আয়াত লেখা লিফলেট ফেলেছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পবিত্র কোরআনের আয়াত লেখা সম্বলিত লিফলেট ফেলেছে দখলদার ইসরায়েল।

বুধবার (৬ ডিসেম্বর) গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে পবিত্র আল কোরআনের সুরা ২৯ (আনকাবুতের) ১৪ নম্বর আয়াত লেখা লিফলেট ছুঁড়ে ইসরায়েলি বিমান।

গাজায় কোরআনের আয়াত লেখা লিফলেট ফেলেছে ইসরায়েল

পবিত্র আল কোরআনের এ আয়াতে বলা হয়েছে, ‘প্রবল বন্যা তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল; কারণ তারা ছিল অন্যায়কারী।’ এই সুরায় নুহ নবীর আমলে হওয়া প্রবল বন্যার কথা উল্লেখ করা হয়েছে।

গাজার খান ইউনিসের সাংবাদিক আমীর তাবস জানিয়েছেন, তারা দেখেছেন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই আয়াত লেখা কয়েক হাজার লিফলেট ছোড়া হয়েছে। যেগুলো মাটিতে এসে পড়েছে। এর মাধ্যমে ইসরায়েলিরা খুব সম্ভবত বুঝিয়েছে সামনে গাজাবাসীর জন্য খারাপ কিছু আসছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানায়, বিমান থেকে কোরআনের আয়াত সমৃদ্ধ লিফলেট ফেলায় গাজার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এর আগেও গাজাবাসীকে কথিত সতর্ক করতে কোরআনের আয়াত ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর