chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার

নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ২৯ লাখ ডলার।

সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন থেকে জানা যায়, চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনেই ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। দৈনিক রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ২২ লাখ ডলার। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

১৮ থেকে ২৪ নভেম্বরের মধ্যে প্রবাসী বাংলাদেশীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ৩০ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর