chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের একটি বিদেশি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে জেটিতে নোঙ্গরে থাকা জাহাজটিকে বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়।

বুধবার (১ জুলাই) বিকেলে বন্দরের জেনারেল বার্থের পাঁচ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী এমভি ইয়াং জু জুন নামে জাহাজটিতে এই আগুন লাগে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, গত ২৮ জুন জাহাজটি চীনের সাংহাই বন্দর থেকে চট্টগ্রাম বন্দর সীমানায় আসে।

শিডিউল অনুযায়ী বুধবার দুপুর সাড়ে ১২টায় জাহাজটি বন্দরের জেটিতে নোঙ্গর করে। বিকেলের দিকে জাহাজের হেজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে নিমতলা ও বন্দর ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি বন্দরের উদ্ধারকারী নিজস্ব জাহাজ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুন নেভাতে সক্ষম না হওয়ায় বন্দরকে নিরাপদ রাখতে সেটিকে বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়।

সচিব জানান, জাহাজটিতে ১৫ হাজার দুইশ মেট্রিক টন বিভিন্ন পণ্য রয়েছে। আগুন নেভানোর পর জাহাজটিকে আবারও জেটিতে নিয়ে আসা হবে।

এই বিভাগের আরও খবর