chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগামীকাল শুরু ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন

নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর)। হবে না কোনো লিখিত পরীক্ষা।

মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুযায়ী হবে শিক্ষার্থীদের মূল্যায়ন। এ বিষয়টি মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে আদেশ জারি করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিগোচরে কিছু শিক্ষা প্রতিষ্ঠান লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিল। ফলে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্দেশনা দিয়েছেন, কোনো লিখিত পরীক্ষা না নেওয়ার জন্য আদেশ জারি করতে।

শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক বেলায়েত হোসাইন জানান, ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পর্কে প্রশাসন কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে। আরও কিছু নির্দেশনা জারি করা হচ্ছে। তবে কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশ। বিষয়টি সব শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের জানিয়ে আদেশ জারি করা হচ্ছে।

গত ৬ নভেম্বর এ দুই শ্রেণির ১৩টি বিষয়ের বার্ষিক মূল্যায়নের টুলস ও নির্দেশনা প্রকাশ করেছে মাউশি।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর