chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু ৯ নভেম্বর

আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন নতুন শিক্ষাক্রম অনুযায়ী।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাক্ষরিত অফিস আদেশে বার্ষিক মূল্যায়নের জন্য ৬টি নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন ৯ নভেম্বর থেকে শুরু হবে।

আরও বলা হয়, বার্ষিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ৫ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। নির্দেশনা মোতাবেক সব বিষয়ে বার্ষিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীর পারদর্শিতার রিপোর্ট কার্ড প্রদানের সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার সম্পর্কে অভিবাবকদের অবগত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর