chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হরতালের প্রভাব পড়েনি কর্ণফুলীতে, সর্তক অবস্থানে পুলিশ

চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে ঢিলেঢালা ভাবে পালিত হলো বিএনপি-জামায়াতের ডাকা হরতাল।

রোববার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হরতালের কোনো প্রভাব না পড়ায় উপজেলার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। খোলা ছিল বিভিন্ন দোকানপাট।

হরতালের প্রভাব পড়েনি কর্ণফুলীতে, সর্তক অবস্থানে পুলিশ

এদিকে সহিংসতা এড়াতে উপজেলার মোড়ে মোড়ে ছিল পুলিশের সতর্ক প্রহরা। হরতাল চলাকালে কর্ণফুলী এলাকায় দূরপাল্লার কোনো বাস চলতে দেখা না গেলেও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল করতে দেখা গেছে।

উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে হরতালের ডাকা দেওয়া বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়নি।

যাত্রী ও স্থানীয়রা বলেছেন, জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে। যে কারণে সকলেই ঘর থেকে বের হয়ে এসেছে। ভেঙ্গে ভেঙ্গে হলেও যে যার গন্তব্যে পৌঁছাচ্ছে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, হরতালে বিশৃঙ্খলা এড়াতে উপজেলার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। হরতাল চলাকালে যান চলাচল স্বাভাবিক থাকলেও উপজেলার সড়কে দূরপাল্লার কোনো বাস চলতে দেখা যায়নি বলেও জানান তিনি।

উল্লেখ, শনিবার সংঘর্ষ চলাকালে মঞ্চ ত্যাগ করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। মাইকের আওয়াজ বন্ধ করে দেওয়ায় তিনি হ্যান্ডমাইকে এই ঘোষণা দেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর