chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশের বক্তব্যকে প্রাধান্য দিয়েই আনসার আইন করা হবে: আইনমন্ত্রী

পুলিশের বক্তব্যকে প্রাধান্য দিয়েই আনসার ব্যাটালিয়ান আইন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনসার ব্যাটালিয়নের সদস্যদের অপরাধীকে গ্রেফতার, দেহ তল্লাশির ক্ষমতা দেওয়া হচ্ছে বলে সমালোচনা করছে বিএনপি। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে পুলিশও।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে, কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব ব্যাপার দেখা হয়েছে। তদন্তের কথা বলা হয়েছে, যেগুলো পুলিশ বাহিনীর যেখানে বক্তব্য, সেই বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে এই আইনটা পাস হবে।’

আইনটিতে বলা হয়েছে, কোনো অপরাধ যদি আনসার বাহিনীর সামনে ঘটে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধরে পুলিশে সোপর্দ করতে পারবে।

এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘আমি যেটা জানি, কিছু কিছু জায়গায়, যেখানে প্রশ্ন ছিল, সেটা যখন স্থায়ী কমিটিতে যাবে, সেগুলো স্পষ্ট করা হবে।’

মআ/চখ

এই বিভাগের আরও খবর