chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ১

কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।

আটককৃত পাচারকারী মো. ইউনুস (৩০) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নাজিরপাড়ার হাজী কুলা মিয়া মিয়ার ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরবেলায় নাজিরপাড়া এলাকার বেড়িবাঁধের আঁড় থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আজ (বুধবার) ভোরে গোপন সূত্রের ভিত্তিতে বিজিবির সদস্যরা নাজিরপাড়া এলাকার বেড়িবাঁধের আঁড়ে অবস্থান নেয়। তিনজন ব্যক্তি একটি পলি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্ত অতিক্রম করে মাছের ঘেরের দিকে আসছিল। এ সময় বিজিবির সদস্যদের দেখতে পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তাদের একজনকে বিজিবি সদস্যরা আটক করতে সক্ষম হয়। বাকি দু’জন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির সাথে থাকা পলিথিনের ব্যাগ থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ১ লাখ ইয়াবার মূল্য প্রায় ৩ কোটি টাকা। আসামি ও ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর