chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুপ্রিম কোর্টের ৬৫ বছরের পুরনো সিন্দুক ভেঙে যা পাওয়া গেল

সুপ্রিম কোর্টের হিসাব শাখার ৬৫ বছরের পুরনো দুটি লোহার সিন্দুক ভাঙাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্ট হয়েছিল।

বুধবার (২৫ অক্টোবর) প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সিন্দুক দুটি খোলা হয়। এ সময় উৎসুক মানুষ সেখানে ভিড় জমান।

এ দিন গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কেটে খোলার পর রহস্যের অবসান হয়। এতে নগদ টাকার বান্ডিল, পয়সা, প্রাইজবন্ড, পুরানো চিঠি, সিল মোহর, চাবিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গেছে।

সুপ্রিম কোর্ট কিপার বশির আহমেদ হিরা বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সিন্দুক দুটি নিলামে বিক্রি করা হয়। শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সিন্দুকের লোহার অবকাঠামো নিলামকারী নিয়ে যাবেন। আমাদের ধারণা, সিন্দুক দুটি ১৯৬৭ সালের দিকের হবে। ওই সময় থেকে সিন্দুকে গুরুত্বপূর্ণ নথি রাখা হতো।

 

মআ/চখ