chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে করোনার এমন পরিস্থিতি – মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সঠিক সিদ্ধান্ত না নেয়ায় স্বাস্থ্য ব্যবস্থার লেজেগোবরে অবস্থা। সরকার জানেই না, জোনভিত্তিক লকডাউন কোথায় ও কীভাবে করা হবে।

রোববার (২৮ জুন) জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসকদলের উদ্যোগে ‘হোমিওপ্যাথিক করোনাভাইরাস প্রতিষেধক ওষুধ বিতরণ’ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনকালে একথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, কোভিড-১৯ এ সারা বিশ্বে পাঁচ লাখের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং আমাদের দেশের লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে।

সরকারি হিসাব মতে, প্রায় দুই হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো তারা দেশে রেড জোন, ইয়োলো জোন এবং গ্রিন জোন করা হবে। ঢাকা শহরকে গ্রীন জোন করে কতগুলো অঞ্চলকে ভাগ করা হয়েছে এবং সেগুলোতে তারা কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করবেন। কিন্তু একমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া সেটা কোথাও হয়েছে বলে আমার জানা নেই।

অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের কারণে গণস্বাস্থ্যের কিটকে নাকচ করা হচ্ছে।

এসএএস/এএমএস

 

 

এই বিভাগের আরও খবর