chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোমানিয়ার ভিসা আনতে ভারতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

রোমানিয়ার ভিসা আনতে ভারতে যাওয়ার পর নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১৪ অক্টোবর) ভোরে দিল্লিতে তার মৃত্যু হয়।

মারুফের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তিনি উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আবদুল হকের ছেলে।

জানা গেছে, রোমানিয়ার ভিসার জন্য ফাইল জমা দিতে প্রায় দুই সপ্তাহ আগে তিনি ভারতে গিয়েছিলেন তিনি। শুক্রবার (১৩ অক্টোবর) তিনি দূতাবাসে পাসপোর্ট জমা দেন।

মারুফের বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক জানান, রোমানিয়ার ভিসার জন্য সে ভারত গিয়েছিল। দূতাবাসে আবেদনও জমা দিয়েছিল। কিন্তু ভিসা নিয়ে দেশে ফিরতে পারল না।

তিন ভাই ও দুই বোনের মধ্যে মারুফ ছিল দ্বিতীয়। মারুফের মরদেহ বর্তমানে দিল্লির একটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনা হবে।

 

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর