chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক সুরে ফাগুনের ভালোবাসা

অপেক্ষার প্রহর কাটিয়ে, শীতের শুষ্কতা মুছে দখিনা হাওয়ায় ভর করে দুয়ারে এল চির যৌবনা ফাল্গুন, তবে একা নয় সাথে করে নিয়ে এসেছে ভালোবাসার দিবস । জুঁই, বকুল, মাধবীলতা, মধুমঞ্জরি বা মাধুরীলতা, কাঠচাঁপা, করবী, কনকলতা, মুচুকুন্দ, কনকচাঁপা, স্বর্ণচাঁপা, নাগকেশর, দেবকাঞ্চন, পলাশ, শিমুল, পারিজাত, পানিয়া মাদার, টগর, ভাঁটিফুল প্রকৃতিরাজ্যও সেজেছে আজ ফাগুন ভালোবাসাকে বরণ করবে বলে।

 

এবার বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণে এখন থেকে দুটি দিবসই ১৪ ফেব্রুয়ারি উদযাপন হবে। এর আগে, বৈশাখ থেকে ভাদ্র- এই পাঁচ মাস গণনা করা হত ৩১ দিনে। আশ্বিন থেকে চৈত্র- সাত মাস হত ৩০ দিনে। তবে ইংরেজি লিপইয়ারে ফাল্গুনে মাস ৩১ দিনে হত। এখন নতুন নিয়মে বৈশাখ থেকে আশ্বিন; প্রথম ছয় মাস ৩১ দিনে হবে। কার্তিক, অগ্রাহায়ণ, পৌষ, মাঘ ও চৈত্র, এই ৫ মাস ৩০ দিনে হিসাব করা হবে। ফাল্গুন মাস হিসাব করা হবে ২৯ দিনে। ইংরেজি লিপইয়ারের বছর একদিন বেড়ে ফাল্গুন হবে ৩০ দিনে। এতে নতুন ক্যালেন্ডারে আগামী ১০০ বছর মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও বিজয় দিবস বাংলাবর্ষের যে তারিখে ঘটেছে, ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে তার হেরফের হবে না।

 টিয়া, শালিক, ফিঙ্গে, পাপিয়া, বৌ কথা কও, বুলবুলেরাও যে আজ বসে নেই। পুষ্পমঞ্জুরিতে আচ্ছাদিত বৃক্ষশাখায় বসে মেতে উঠেছে সবাই। ফুলে ফুলে ঘুরে ব্যস্ত সময় পার করছে রঙিন পাখাওয়ালা প্রজাপতিরা। সেই সাথে ফাগুন আর ভালোবাসার দিনটি আরো রঙ্নি করতে প্রকৃতির রাজ্যর সাথে সেজেছে প্রকৃতির সন্তানেরা। হোক না ৫০ বা তারও উর্ধে আজ লাল আর হলুদে মিশে নিবে নিজেকে।

( বয়ষ, ভুলে বুড়া,বুড়ি, তরণ, তরণী,শিশুরা হলুদে মিশে গেছে)। হলুদ- লাল শাড়িতে, ঠো্ঠে রক্ত জবার রং লিপিস্টিকে, খোপায় গাঁদা,জুই. শিউলীতে আজ সেজে ওঠবে তরূণীরা। এ সাজে কেউ একান্ত প্রিয় জনের হাত ধরে হাঁটবে, কেউ বাবা-মাকে সাথে নিয়ে বের হবে, কেউ আবার চার পাঁচটে কুটনী বান্ধবী নিয়ে এক সেলফিতে বন্ধী হবে, কেউ কেউ ব্যস্ত থাকবে খাওয়যার রাজ্যে। আর তরুণেরা কি বসে থাকবে? মোটেই না, ওরাও যে আজ প্রিয়ার রংয়ের শাড়ির সাথে মিল রেখে পরে নিবে পাঞ্জাবিটা, আট দশটা দিনের থেকে আজ খুব ভোরে ওঠে সেই প্রিয়াটির জন্য নিকটস্থ ফুলের দোকান থেকে সংগ্রহ করবে লাল টুকটুকে গোলাপ, সে ফুল নিয়ে বার বার ঘড়ির দিকে তাকিয়ে, গোলাপে ভরা ডান হাতটা পিছনে করে দাঁড়িয়ে থাকবে কোনো এক গাছের নিচে, কিংবা রেস্তোরাতে। কারণ আজ যে ফাগুন আর ভালোবাসা একি সুরে বাধা পড়েছে।

এদিকে, নগরীতে ফাগুন ভালোবাসার দিনটিকে উৎযাপন করার জন্য নানা আয়োজনে হাত দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি, কলেজ ভার্সিটিগুলো। ফাগুন আর ভালোবাসাতো আসে ফুল নিয়ে।

আজকে সবাই তার প্রিয়জনের জন্য একটি লালগোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। কারও অপেক্ষা শেষ হবে প্রেয়সীর আগমনে। হয়তো কারও প্রহর হবে দীর্ঘ থেকে দীর্ঘতর।

 

এই বিভাগের আরও খবর