chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইয়াবার মামলায় দুই জনের ৫ বছরের কারাদণ্ড

নগরের বাকলিয়া থানার ইয়াবার মামলায় ২ জনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন,কক্সবাজার জেলার টেকনাফ থানার কচুবুনিয়া দক্ষিণ পাড়ার মো.নুরুল আলমের ছেলে আব্দুর রহিম (১৮) ও একই এলাকার মো.আবুল কাশেমের ছেলে মো.এনামুল হক (২২)।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ২০১৪ সালের ১৯ আগস্ট আব্দুর রহিম ও মো. এনামুল হককে গ্রেফতার করা হয়। এ সময় আব্দুর রহিমের ও এনামুল হকের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়। মামলায় তদন্ত শেষে আদালতে পুলিশ চার্জ সিট দিলে ২০১৫ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার দু’জন আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর