chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ গেট

পানি বেড়ে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত

টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি বেড়েছে। এতে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির নিম্নাঞ্চল। অনেক উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফলে বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, গেটগুলো খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে কাপ্তাই লেকে সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এছাড়া, কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড আরও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই হ্রদে ১০৭ দশমিক ৫৪ এমএসএল (মিন সি লেবেল) পানি রয়েছে। ফলে হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য শুক্রবার সকাল ১০টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের গেট উঠিয়ে পানি নিষ্কাশন শুরু হবে।

বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। পানির পরিমাণ বৃদ্ধি না পেলে এই আদেশ পরিবর্তন করা হতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর