chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কর্ণফুলীতে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আবুল হোসেন (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর ) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন, ঢাকা জেলার সাভারের কাঞ্চনপুর বেদে পাড়ার আনু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর জানান, সাত জনের সাক্ষী প্রমাণে মাদকের মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়,  ২০১৯ সালের ২৫ জানুয়ারি কর্ণফুলী থানার মইজ্জার টেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কর্ণফুলী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে  অভিযোগ পত্র দেয় পুলিশ। একই বছরের ২৯ অক্টোবর আসামির বিরুদ্ধে  গঠনের মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হয়। মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

 

 

এমআই/তাসু /চখ

এই বিভাগের আরও খবর