chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যুৎ শ্রমিকলীগের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ,চট্টগ্রাম মহানগর শাখা।

মঙ্গলবার(২৯ আগস্ট) নগরীর আগ্রবাদ বিদ্যুৎ ভবন বিজয় হলে এ সভা আয়োজন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব কে,এম আযম খসরু।

প্রধান অতিথি বলেন, ১৫ আগস্টের ঘাতক চক্র এখনো সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হাসিনা দেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন। যে কারণে আমাদের দেশের উন্নয়নের গল্প বিশ্ববাসী শুনতে চায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০আসনের সাংসদ আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম জেলা পি,পি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ শহীদ ডাকুয়া,মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রকাশনা সম্পাদক বাবু চন্দন ধর,মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার উদ্দিন আহমেদ।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু, সাবেক ছাত্রনেতা মোঃ সাজ্জাদ হোসেন, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা প্রকাশ রঞ্জন,মাহবুবুর রহমান,মোঃ সাকের,মোঃ বেলাল,আবদুল মামুন জামশেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

চখ/

এই বিভাগের আরও খবর