chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘চট্টগ্রাম-পার্বত্য এলাকায় শুকনো খাবার ও চাল দেয়া হয়েছে

চট্টগ্রাম ও পার্বত্য এলাকার বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনা সদস্যরা কাজ করছেন। ৭০ লাখ টাকা, ২১ হাজার প্যাকেট শুকনা খাবার ও ৭০০ মেট্রিক টন চাল ত্রাণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

বুধবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, অতি বর্ষণের ফলেই এই দুর্যোগ দেখা দিয়েছে। নদী ভরে যাবার কারণে পার্বত্য এলাকার শহর ও গ্রাম তলিয়ে গেছে। যেহেতু বৃষ্টিপাত কমেছে, তাই নতুন করে প্লাবিত হবার কারণ নেই।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান আগামী ১১ আগস্ট দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে এ সময় জানানো হয়।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর