chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে নৌকা উল্টে পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে  ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীতে ডিঙি নৌকা উল্টে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর শাহেদ হোসেন বাবু (৩৫) নামে একজনের মরদেহউদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মদুনাঘাট এলাকার ছায়াচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাবু রাউজান থানার উরকিরচর গ্রামের বাসিন্দা। প্রয়াত সিআইপি এসএম ইউসুফের বড় ছেলে তিনি।

নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ এস আই মাহফুজুল হাছান জানিয়েছেন, বুধবার ভোর ৪টার দিকে ছায়ারচর থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়।

পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শাহেদ হোসেন বাবু সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিজের মৎস্য খামার থেকে নৌকা করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হালদা নদীর শাখা খালের বাড়ীঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এসময় ওই নৌকায় থাকায় অন্য চারজন সাঁতরে তীরে এলেও বাবু পানির স্রোতে ভেসে যান।

মআ/চখ

এই বিভাগের আরও খবর