chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাতে কানাডার উদ্দেশে উড়াল দেবেন লিটন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাইট ধরবেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। আগেই জানা ছিল, কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবেন লিটন ও সাকিব। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বিশ্রামের সময় পেলেন না লিটন দাস। আজই (মঙ্গলবার) আবার দেশ ছাড়তে হচ্ছে টাইগার এই ক্রিকেটারকে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটন ছাড়াও বাংলাদেশ দল থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ‘সারে জাগুয়ার্সে’র হয়ে খেলবেন লিটন। সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামি ক্রিকেটাররা রয়েছেন।

আর মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব দলের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে। তবে সাকিব কবে কানাডায় যাবেন তা নিশ্চিত করে জানা যায়নি।

এস/ওয়াই

এই বিভাগের আরও খবর