chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারের রাষ্ট্রপতির সাথে বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে দুইদিনের সফররত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে জেলা বিচার বিভাগের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাত করেছেন।

মঙ্গলবার (৩১ জুলাই) সকালে কক্সবাজার সমুদ্র পাড়ের “জলতরঙ্গ” রিসোর্টে জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে কক্সবাজার বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-কে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান এবং অত্যন্ত সৌহান্দপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন। এসময় সাক্ষাতকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম সহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় অন্যদের মধ্যে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোসলেহ উদ্দিন, ২ এর বিচারক নুরে আলম ও ৩ এর বিচারক আবু হান্নান, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ সাইফুল ইলাহী, দায়রা জজ-৩ মোহাম্মদ আবদুল কাদের ও দায়রা জজ-৪ মোশারফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেশমা খাতুন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো আসিফ, সিনিয়র সহকারী জজ ওমর ফারুক, কক্সবাজার জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বেদারুল আলম উপস্থিত ছিলেন।সাক্ষাতকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহউদ্দিন ইসলাম সহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, সোমবার সকালে সপরিবারে নয়নাভিরাম মেরিন ড্রাইভ সড়ক দিয়ে সৈকতের পাহাড় আর নীল সাগরের সৌন্দর্য উপভোগ করেন রাষ্ট্রপতি।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর