chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু: ২৪ ঘন্টায় হাসপাতালে আরো ১৩৯ রোগী

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৯ জন। এর আগে গতদিন আক্রান্তের সংখ্যা ছিল ১০৪ জন। তবে এ দুইদিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

রবিবার (৩০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৫ জন রোগী।এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নতুন ভর্তি রয়েছে ৩৮ জন।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৭৬ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২ হাজার ২১১ জন।

এ মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ১ হাজার ৬১৩ জন।

এ ছাড়া এবছর ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ১৬ জন। মৃত্যু হওয়া বেশিরভাগ রোগী সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩০৪ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৩৭২ জন।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, গত তিনদিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত কোন মৃত্যু নেই। এটা আমাদের জন্য স্বস্তির খবর। ডেঙ্গু নিয়ে আমাদের আরও সচেতন থাকতে হবে।

চখ/এআর

 

 

এই বিভাগের আরও খবর