chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৯০ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রামে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করছে। একদিনে নতুন করে আরও ৯০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

আজ রোববার (১৬ জুলাই) সকল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই নতুন ডেঙ্গু রোগীদের শনাক্ত করা হয়।

এ দিকে গত শনিবার (১৫ জুলাই) বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম জান্নাত নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু গত ১১ জুলাই মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়। ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হলো।

এ বিষয়ে সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯০ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। এ নিয়ে চলতি জুলাই মাসে ৮৩৮ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর