chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তিন বছরের মধ্যে শিক্ষায় পরিবর্তন দৃশ্যমান হবে: শিক্ষামন্ত্রী

আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘যে কাজগুলো শিক্ষার মান উন্নয়নে দরকার, সে কাজ আমরা খুব বড় আকারে করেছি। আমাদের একটি যুগোপযোগী শিক্ষাক্রম দরকার, আমরা সেই নতুন শিক্ষাক্রম, যেটা দিয়ে শিক্ষায় রূপান্তর ঘটে যাচ্ছে, সেটি প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি।

আমাদের শিক্ষক দরকার হয়, আমরা ব্যাপকভাবে শিক্ষক প্রশিক্ষণ শরু করেছি। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন লাগে, লাগসই প্রযুক্তি লাগে, সেগুলো ব্যবহার করছি। এ সবকিছু মিলিয়ে শিক্ষার যে গুণগতমান প্রাক্‌-প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত ব্যবস্থা নিয়েছি, এটি এখনই দৃশ্যমান।

তবে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন এসেছে সেটি পরবর্তী ৪ বছরের মধ্যে দৃশ্যমান হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর