chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম ।

মাহাবুব আলম মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জানান, দীর্ঘ ৩০ বছর ধরে রাজনীতি করছি। এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের সেবা করার চেষ্টা করছি। সরাইপাড়ার বতর্মান প্রধান সমস্যা হচ্ছে মাদক। পূর্বেও এলাকার সকলকে নিয়ে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছিলাম। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এই মাদক নির্মূলে কাজ করবো। পুলিশ ও এলাকার জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়ে তুলবো।

তিনি জানান, যুবকদের মাদকের থাবা হতে রক্ষা করতে তাদের খেলাধুলাসহ সুস্থ বিনোদনের ব্যবস্থা একান্ত প্রয়োজেন। আমি নিজেই একজন ক্রীড়া সংগঠক। তাই কিশোরদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে প্রতিষ্ঠা করেছিলাম ‘ঝর্ণা পাড়া একাদশ’। যা এখনও সমগ্র চট্টগ্রামে স্বনামধন্য ক্রীড়া সংগঠন। তিনি আরো জানান, সরাইপাড়া নালা নর্দমাসহ ময়লা অপসারণে এখনও অনেক পিছিয়ে। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই এবিষয়টিও আমি গুরুত্বের সাথে দেখবো ইনশাআল্লাহ।

১২নং সরাইপাড়া ওয়ার্ডের আয়তন ৩ বর্গ মিলোমিটার। জনসংখ্যা ২ লক্ষ ৮০ হাজার হলেও, এখানকার মোট ভোটার ৫৩ হাজার ৩৬১জন। আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে জানান উপ-দফতর সম্পাদক সায়েম খান। ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

এই বিভাগের আরও খবর