chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ ৩ জন গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গোলাগুলির ঘটনায় হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) ভোরে বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ কুতুপালং ২ ইস্ট ও ক্যাম্প ৩ এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- বালুখালী ক্যাম্পের নুরুল আলম ও কুতুপালং ক্যাম্পের রুহুল আমিন এবং হেড মাঝি (নেতা) নুর মোহাম্মদ।

এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছেন তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর