chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে ২৪ ঘন্টায় রেকর্ড দেড় লাখ আক্রান্ত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। নতুন করে বিশ্বের ১ লাখ ৫০ হাজার লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭৮ লাখ ৮ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী করোনায় প্রাণ গেছে আরও প্রায় ৫ হাজার জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩০ হাজার ১১৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ লাখ ৬ হাজার ৩৭৪ জন মানুষ।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২৯ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ঘটেছে ১ লাখ ১৭ হাজার ৯৬ জন মানুষের।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ লাখ ৩১ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ৪১ হাজার ৯৫২ জন।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫ লাখ ২০ হাজার ১২৯ জনে পৌঁছেছে। দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৮২৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।

যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ ৯৪ হাজার অতিক্রম করেছে। মৃতের সংখ্যা সাড়ে ৪১ হাজার ৬৬২ জনে দাঁড়িয়েছে।

স্পেনে করোনার শিকার ২ লাখ প্রায় ৯০ হাজার ৬৮৫ জন মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১৩৬ জনের। টানা চতুর্থ দিন মৃত্যু শূন্য দেশটি।

ভারত আক্রান্তে যুক্তরাজ্যকে ছাড়িয়ে চারে উঠেছে। আক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে সেখানে ৯ হাজার ২০৫ জনের।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩০১ জনের।

সৌদি আরবে ১ লাখ ২৩ হাজার ৩০৮ জন মানুষের দেহে চিহ্নিত হয়েছে করোনা। যেখানে প্রাণ গেছে ৯৩২ জনের।

পাকিস্তানে আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ২ হাজার ৫০০ জনের উপরে।

বাংলাদেশে গতকাল শনিবার পর্যন্ত করোনার শিকার ৮৪ হাজার ৩৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৯ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ হাজার ৮২৮ জন।

এই বিভাগের আরও খবর