chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আফগানিস্তানকে পাহাড়সম টার্গেট দিয়ে টাইগারদের ইনিংস ঘোষণা

মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তাতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৬১ রানের।

এই টেস্টে জিততে হলে রেকর্ডই গড়তে হবে আফগানিস্তানকে। তাদের জয়ের জন্য প্রয়োজন ৬৬২ রান।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। শান্ত ১২৪ করে ফিরলেও মুমিনুল শেষ পর্যন্ত ১২১ রানে অপরাজিত থাকেন। ১২ চার আর এক ছক্কায় সাজানো তার ইনিংসটি। ৮১ বলে ৮ বাউন্ডারিতে ৬৬ রানে অপরাজিত থাকেন লিটন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৪ উইকেটে ৪২৫ রানে। এর আগে প্রথম ইনিংসের ২৩৬ রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৬৬১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২

আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ৪২৫/৪ ইনিংস ঘোষণা

চখ/আর এস

এই বিভাগের আরও খবর