chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বাসে মিললো সাড়ে ৯ কেজি স্বর্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে দুই নারীর কোমরে মোড়ানো ছিল সোনা। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

শুক্রবার (১৬ জুন) চট্টগ্রাম শহরমুখী বাসটি সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন ব্রীজ এলাকা আসে। সেখেনে পুলিশের তল্লাশী চৌকিতে স্বর্ণসহ তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে মারসা পরিবহনের একটি বাস থামানো হয়। ওই বাসের ২ নারী যাত্রীর শরীরে তল্লাশী চালিয়ে কোমরে কৌশলে পেঁচানো অবস্থায় বার সদৃশ্য ও দণ্ডাকার ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের সাথে দুই পুরুষ সহযোগীকেও আটক করা হয়েছে। বাসযোগে স্বর্ণগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন তারা।’
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি দুলাল।

এই বিভাগের আরও খবর