chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নারী এশিয়া কাপের উদ্বোধনী দিনেই বড় জয় পেল বাংলাদেশ

এশিয়া কাপের উদ্বোধনী দিনেই বড় জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (১২ জুন) হংকংয়ে শুরু হয়েছে নারী ইমার্জিং এশিয়া কাপ। আসরের দ্বিতীয় ম্যাচেই দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে লতা মন্ডলরা। বোলারদের কল্যাণে মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

হংকংয়ের মং ককে টসে জিতে শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। তবে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় ৫২ রানেই প্রথম ৪ উইকেট হারায় তারা। শুরুর সেই চাপ সামাল দেন স্বর্ণা আক্তার ও মুর্শিদা। এই দুই ব্যাটারের ৩৬ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ।

শেষদিকে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুর্শিদা-রাবেয়া খান। ৯১ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ যখন অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় তখন মুর্শিদা-রাবেয়ার ৫৭ রানের জুটি বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়। ব্যাট হাতে ফিফটি তুলে ৫৭ রানে অপরাজিত ছিলেন মুর্শিদা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন মাহিরাহ ইজাতি ইসমাইল, আয়েশা এলিসা ও নুর দানিয়া।

১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ওপেনার ওয়ান জুলিয়াকে ফেরান পেসার মারুফা আক্তার। আরেক ওপেনার ইয়াসরিনা ইয়াকপকে (৫) ফেরান রাবেয়া। ১১ রানে ২ উইকেট হারানো মালয়েশিয়া ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৫১ রান। বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৭ রানে ২ উইকেট নেন রাবেয়া।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর