chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাহ আমানতে বিমানযাত্রীর ব্যাগ থেকে ৯৬৩ গ্রাম সোনা জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৩ গ্রাম ওজনের সোনার বার ও গয়না জব্দ করা হয়েছে।

আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করেন কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, করিম বৈধভাবে একটি সোনার বারের (১০০ গ্রাম) শুল্ককর পরিশোধ করেন। তবে সন্দেহ হওয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁর ব্যাগ তল্লাশি করেন। পরে আরও ১২টি বার পাওয়া যায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আবদুল করিম নামের ওই যাত্রীর ব্যাগ থেকে এসব সোনা জব্দ করা হয়। তাঁর বাড়ি ফেনীর পরশুরামে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, সোনা পাচারের চেষ্টা করায় করিমের বৈধভাবে আনা সোনাও জব্দ করা হয়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৮২ লাখ টাকা মূল্যের ৯৬৩ গ্রাম সোনা জব্দ করা হয়। পরে তা বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে এনএসআই। করিমের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর