chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কলমের দাম না বাড়ানোর দাবি তোলা হবে সংসদে: শিক্ষামন্ত্রী

বাজেট পরবর্তী আলোচনায় কলমের দাম না বাড়ানোর দাবি সংসদে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, শিক্ষা উপকরণের ক্ষেত্রে বলপয়েন্টে কলমের দাম বাড়ানোর প্রস্তাব আছে। আমি আশা করি এ বিষয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাব থাকবে বলপয়েন্টের দাম যেন না বাড়ানো হয়।

শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুরে আল আমিন একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শিক্ষায় বাজেট বরাদ্দ নিয়মিতই বাড়ছে। তবে একই সময়ে জিডিপির আকার তুলনামূলকভাবে অনেক বেশি বেড়েছে। জিডিপির হারে হয়তো শিক্ষার বরাদ্দ কিছুটা কমেছে।

দীপু মনি বলেন, আমি বারবারই বলছি দেশে যে মেগা প্রজেক্ট চলছে এগুলো শেষ হলে আশা করি শিক্ষাই হবে মেগা প্রজেক্ট। আমাদের বড় চ্যালেঞ্জ হলো, আমাদের বরাদ্দ যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি।

তিনি বলেন, এবারও গবেষণায় থোক বরাদ্দ রাখা হয়েছে। বিগত দিনে বিশ্ববিদ্যালয়গুলো তাদের বরাদ্দ কাজে লাগাতে পারেনি, আমি আশা করি এ বছর তারা তা কাজে লাগাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, আল আমিন স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. জে আর ওয়াদুদ টিপুসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর