chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটি নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের মানববন্ধন

তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রীতে রূপান্তরসহ ৫দফা দাবি তুলে  রাঙামাটিতে মানববন্ধন করেছে  নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।

বুধবার(৩১মে)  সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ  নার্সিং এসোসিয়েশনের উদ্যোগে নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বাস্তবায়নে এই মানববন্ধন করা হয়।

দাবীগুলো হলো- বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রীতে রূপান্তর। গ্রাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) অনতিবিলম্বে চালু করা এবং প্রথম শ্রেণীর শূণ্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। সরকারি চাকুরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা অনতিবিলম্বে নিশ্চিত করা। সরকারি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট সমূহের সকল প্রকার সংযুক্তি, অতিরিক্ত স্বায়িত্ব, চলতি দায়িত্ব, নিজ বেতনের আদেশ বাতিল পূর্বক অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষক, ডেমোনেস্ট্রেটর, নার্সিং ইন্সট্রাক্টর পদ সমুহে অনতিবিলম্বে নিয়োগ দিতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা প্রদান সহ বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০,০০০/- টাকায় উন্নীত করতে হবে।

রাঙামাটি নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাজিদ আহমাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রিয়া দে, তিশা বড়ুয়া,   সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন  সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সহ রাঙ্গামাটি ইনস্টিটিউটের  শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর