chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমসহ শিক্ষক সংকট নিরসনের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাস রুম নির্মাণ, শিক্ষক নিয়োগ, আবাসন সংকট নিরসণসহ বেশ কিছু দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার (১৭মে) বেলা ১১ টায় নগররের চকবাজার গুলজার মোড়ে সংগঠনটির নগর শাখা উদ্যোগে এই কর্মসূটি পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণীসহ প্রমুখ। সভা পরিচালনা করেন নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটি চরম সংকটে ভুগছে। লাখ লাখ শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন পুরণের কথা থাকলেও দিন দিন মানহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পর্যাপ্ত ক্লাসরুমের অভাবে চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোর স্বনামধন্য কলেজগুলোতেও বছরে ৭০ থেকে ৮০ দিনের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয়না। শহরের বাইরে কলেজগুলোর আরও করুণ দশা। বেশিরভাগ অনুষদে পর্যাপ্ত শিক্ষক নেই, ক্লাসরুম নেই,নেই শিক্ষার অপরিহার্য আয়োজন। পরীক্ষার হল না থাকায় ক্লাসরুমগুলোতে পরীক্ষা নিতে হয়, বন্ধ রাখতে হয় পাঠদান কার্যক্রম। ফলে প্রাইভেট নির্ভর শিক্ষায় পরিষত হয়েছে প্রতিষ্ঠানটি।

সমাবেশ থেকে আগামী ৩১ মে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতসহ ৩ দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরকে/

এই বিভাগের আরও খবর