chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত সেই ট্রেন  সাড়ে ২৮ ঘণ্টা পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন উদ্ধার করা হয়েছে  সাড়ে ২৮ ঘণ্টা পর।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের ৭টি ওয়াগনের উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। ওয়াগনগুলো উদ্ধার করে পাশের তালশহর স্টেশনে রাখা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তীব্র গরমে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগনগুলো উদ্ধার হলেও লাইন মেরামত এখনো শেষ হয়নি। পুরোপুরি মেরামত শেষে ট্রেন চালু হবে। তবে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।

 

সাআ / চখ

এই বিভাগের আরও খবর