chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েল। তিনি এতদিন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদকেকে।

বুধবার (১২ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্বাক্ষর করেন উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শো. শাহজাহান বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে ২০২১ সালের ১৩ জানুয়ারি রিয়ার অ্যাডমিরাল শো. শাহজাহান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব পান।

নৌবাহিনীসহ দেশের উন্নয়নে প্রশংসনীয় অবদানের জন্য ২০২১ সালের বাংলাদেশ সরকারের ‘অসামান্য সেবা পদক’লাভ করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বাংলাদেশের নৌবাহিনীর পাঁচ হাজার বছরের গৌরবময় ইতিহাস জাদুঘরে তুলে ধরেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, সাফল্যের নিদর্শনও গুরুত্বের সঙ্গে জাদুঘরে রাখা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের অসাধারণ হলোগ্রাফি তৈরি করে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন এম সোহায়েল। পাশাপাশি নৌবাহিনীর অপারেশন, আধুনিকায়ন ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও অনবদ্য ভূমিকা রয়েছে তার। সাবমেরিন সংরক্ষণের পাশাপাশি নৌবাহিনীর সার্বিক উন্নতি ও নিরাপত্তা বিধানেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নৌবাহিনীর এই উচ্চপর্দস্থ কর্মবর্তালা। তিনি নেভাল স্কুল অব ইন্টেলিজেন্স প্রতিষ্ঠা করেন। এর আগেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর