chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য শিমুল প্রতিপক্ষের গুলিতে নিহত

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য ত্রিদিব চাকমা ওরফে শিমুল(৪২)কে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-বাবুছড়া সড়কে এ হত্যাকাণ্ডটি ঘটে। নিহত শিমুল দীঘিনালার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ জনের একটি দল মোটর সাইকেল ও সিএনজি যোগে কার্বারী টিলায় এসে ত্রিদিব চাকমা ওরফে শিমুলকে (৪২) গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

তবে এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা জেলার দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমাকে (শিমুল) হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এ ঘটনার জন্য সন্ত্রাসী ঠ্যাঙারে বাহিনীকে দায়ী করেছেন।

সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি অবিলম্বে খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

ইউপিডিএফ নেতা অংগ্য মারমা বিবৃতিতে বলেন, গত দুই যুগেরও বেশি সময় ধরে খুন, গুম, গ্রেফতার, হামলা-মামলা তথা রাজনৈতিক দমনপীড়ন চালিয়ে ইউপিডিএফকে দমন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।

শাসকগোষ্ঠী রাজনৈতিকভাবে ইউপিডিএফকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ঠ্যাঙারে বাহিনী দিয়ে খুন ও সন্ত্রাস চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর